খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২
  বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
  খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

আ’লীগ সরকারের আমলেই দেশে মাথাপিছু আয় বেড়েছে : সালাম মূর্শেদী

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে মাথাপিছু আয় বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সামগ্রিকভাবে ভালো করেছি বলেই মাথাপিছু আয় বেড়েছে।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে এ দেশের সর্ব ক্ষেত্র উৎপাদন বৃদ্ধি করা যায়। আর এ উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই এ এদেশের উন্নয়ন টেকসই ও সমৃদ্ধশালী হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ, ম আঃ সালাম, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মিষ্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ।

রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন ভেটেরিনারী সার্জন ডাঃ তপু কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আঃ রব, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, আনসার বিডিবি কর্মকর্তা আরিফা খাতুন, ইউআরসি ইনস্ট্রাকটর মোসলেম আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, খামারী মোঃ আকরাম হোসেন, বিপ্রজিৎ মল্লিক, কমলা রানী সেন প্রমূখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!