খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
সাতক্ষীরায় বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

‘আ’লীগ বিভক্ত হয়নি, বিভক্ত হয়েছে কতিপয় নেতা’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. মোঃ আমিরুল আলম মিলন এমপি, সদস্য পারভীন জামান কল্পনা, এড. গ্লোরিয়া সরকার ঝর্না, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রমুখ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “দলের বিরুদ্ধে কেউ প্রার্থী হলে চিঠি বা কোন নির্দেশনা ছাড়াই সে দল থেকে বহিস্কার। আওয়ামী লীগ বিভক্ত হয়নি, বিভক্ত হয়েছে কতিপয় নেতা। যারা দলের বড় পদ নিয়ে বসে থাকবেন অথচ কাজ করবেন না, তাদের দলে দরকার নেই। দলে কোন জামায়াত-বিএনপি ও হাইব্রিড ঢোকানো যাবেনা। এরা দলের ভাল চায়না। তারা দলের ভিতরে থেকে দলের ক্ষতি করে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে রাজনীতিকভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য দ্রুত সকল বিভেদ ভুলে ২৮ জুনের মধ্যে সকল কাউন্সিল শেষ করার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান অসলে, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান শ্যমনগর’র অসীম কুমার মৃধা প্রমুখ।

এসময় তৃণমূল নেতৃবৃন্দ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগে জামায়াত-বিএনপি থেকে জেলার নেতাদের হাত ধরে দলে আসা হাইব্রিডদের দ্বারা ইউপি নির্বাচনে একাধিক বিদ্রোহী প্রার্থীর দ্বারা নৌকার প্রার্থীর ক্ষতিগ্রস্থ হওয়ার কথা এবং তাদের কারণে ইউপি নির্বাচনে নৌকার পরাজয়কে দায়ী করেন। একই সাথে হাইব্রিডদের দল থেকে বহিস্কার দাবী করেন। সেই সাথে দলের ভিতরে কোন্দল বন্ধ করে দলকে সুসংগঠিত করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরতেজা হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারিক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন প্রমুখ।

সভায় আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!