খুলনা, বাংলাদেশ | ২২ আষাঢ়, ১৪৩১ | ৬ জুলাই, ২০২৪

Breaking News

  জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু
  ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার নিহত

আলজাজিরার ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের প্রতিবাদে কেইউজে’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আল-জাজিরা টেলিভিশনে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করার প্রতিবাদে এবং সংবাদ পরিবেশনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বাংলাদেশের ভাবমূর্তি প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করায় আন্তর্জাতিক আদালতে মানহানি মামলা দায়েরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনির পরিচালনায় আরও বক্তৃতা করেন কেইউজে’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও কেইউজে’র সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, আ’লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, এ কে এম শাহজাহান কচি, সাংবাদিক নেতা আনোয়ারুল ইসলাম কাজল, মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মো. হুমায়ুন কবীর, বিমল সাহা, অমিয় কান্তি পাল, আসাদুজ্জামান খান রিয়াজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দেবনাথ রণজিৎ কুমার রণো, আবু হেনা মোস্তফা জামাল পপলু, দেবব্রত রায়, রকিব উদ্দিন পান্নু, সুনীল দাস, ওয়াহেদ উজ জামান বুলু, আলমগীর হান্নান, আমিরুল ইসলাম, মিলন হোসেন, আবু নুরাইন খন্দকার, রাশিদুল আহসান বাবলু, হাসান আল মামুন, শাহজালাল মোল্লা মিলন, মিজানুর রহমান, হাসানুর রহমান তানজির, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম, সাংবাদিক শেখ মো. সেলিম, হুসাইন বিল্লাহ, আসগর হোসেন, আল আমিন শিকদার, ইবনুল হাসান, রুমান আহমেদ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। সূত্র : প্রেস বিজ্ঞিপ্ত।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!