পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার বিশ্বকাপ গ্রুপ ম্যাচে মারাত্মক একটি ভুল করেছেন আম্পায়াররা। এই ম্যাচের ১৪তম ওভারটি হয় মাত্র ৫ বলে। কিন্তু অনফিল্ড কিংবা মাঠের বাইরে দায়িত্ব থাকা কেউই সেটা টের পেলেন না!
তখন ক্রিজে ছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বোলিংয়ে ছিলেন পল ফন মিরকেরান। প্রথম তিন বলে কোনো রান দেননি ডাচ এই পেসার। চতুর্থ বলে সিঙ্গেল নেন রিজওয়ান। পঞ্চম বলে চার মারেন শাকিল। এরপরই ওভার ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ক্রিস ব্রাউন। অথচ ওভার শেষ হতে যে তখনো এক বল বাকি তা টেরই পাননি তারা। এমনকি টিভি আম্পায়ার রড টাকারও সতর্ক করেননি তাদের।
হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে করে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। মাত্র ৩৮ রানেই সাজঘরে ফেরে পাকিস্তানের প্রথম তিন ব্যাটারকে। এরপর ১২০ রানের বড় জুটি গড়েন সৌদ ও রিজওয়ান। সৌদ ফিরতেই পরের ৩০ রানে আরও তিন উইকেঠ হারায় পাকিস্তান।
বিশ্বকাপে আম্পায়ারদের এমন ভুল এবারই প্রথম নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে একটি ওভার হয়েছে ৫ বলে। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলিম দার ও ল্যাংটন রুসেয়ার।
খুলনা গেজেট/ টিএ