খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিরা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনার পরিপ্রেক্ষিতে এ সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ভ্যাকসিন গ্রহণেচ্ছুক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। স্বাস্থ্য বিভাগ ছাড়াও রেজিস্ট্রেশন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে সহযোগিতা পাওয়া যাবে। সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/কেএম