খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

আবারও মসুর ডাল কেজিতে পাঁচ টাকা বাড়াল টিসিবি

নিজস্ব প্রতিবেদক

মসুর ডালের দাম বাড়ালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ৬৫ টাকায় ডাল বিক্রি করবে সংস্থাটি। এ নিয়ে গত তিন মাসে কেজিতে ১০ টাকা দাম বাড়ালো ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সরকারি সংস্থা টিসিবি।

তবে তেল, পেঁয়াজ ও চিনির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হবে। আজ বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোভিড-১৯ চলাকালীন ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থে‌কে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করবে।

ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই-পাঁচ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে পেঁয়াজ, ৬৫ টাকা দরে দুই কেজি ডাল কিনতে পারবেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!