খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

আপনিও বলে উঠুন ‘ইয়া আল্লাহ’

আনিস বিন ওমর

সমুদ্র যখন উত্তাল হয়, বিক্ষুদ্ধ বায়ুতে পানি তরঙ্গায়িত হয়, নৌকার আরোহীগণ তখন চিৎকার করে বলে উঠে ‘ইয়া আল্লাহ’।

মুসাফির যখন মরুভূমিতে পথ হারিয়ে ফেলে, কাফেলা দিকভ্রান্ত হয়ে যায়, তখন পথের দিশা পেতে ফরিয়াদ করে বলে উঠে ‘ইয়া আল্লাহ’।

মসিবত যখন আপতিত হয়, দুর্যোগ-দুর্বিপাক এসে দেখা দেয়, তখন বিপদগ্রস্থরা বলে উঠে ‘ইয়া আল্লাহ’।

যখন মুখাপেক্ষীকে দরজা থেকে ফিরিয়ে দেয়া হয়, অভাবীদেরকে বঞ্চিত করা হয়, তখন তারা হাহাকার করে বলে উঠে ‘ইয়া আল্লাহ’।

যখন চেষ্টা-তদবির বিলফে যায়, উপায় উপকরণ বিকল হয়ে যায়, সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে যায়, তখন মানুষ আর্তনাদ করে বলে উঠে ‘ইয়া আল্লাহ’।

অসুখ-বিসুখে জর্জরিত, রোগ-ব্যাধিতে জরাজীর্ণ হয়, সব চিকিৎসা যখন বিফলে যায়, পীড়িত ব্যক্তি কাতর কণ্ঠে তাকে ডেকে উঠে ‘ইয়া আল্লাহ’।

সুপ্রশস্ত পৃথিবী যখন আপনার জন্য সংকীর্ণ হয়ে উঠে, দুঃখ-দুর্দশায় যখন আপনার প্রাণ উষ্ঠাগত হয়ে যায়, মসিবাতের দুর্বিপাকে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন। তখন আপনিও ব্যাথাভরা দিল নিয়ে, মনের সমস্ত দুয়ার খুলে, হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে তাকে ডাক দিন ‘ইয়া আল্লাহ’!

দেখবেন অদৃশ্য এক শীতল পরশ অনুভুত হবে। মনটা হালকা হয়ে যাবে। মনে হবে বিশাল বোঝা নেমে গেছে। দিল-দেমাগ মুক্ত হয়ে যাবে। অন্যরকম এক তৃপ্তি লাভ করবেন।
তিনিই তো বলেছেন -أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
জেনে রেখ, আল্লাহর স্বরণেই মন প্রশান্ত হয়।
হে আল্লাহ, তুমি মহান, পরাক্রমশালী, সমস্ত ক্ষমতার অধিকারী। আমরা অধম, দূর্বল, ফকির। তুমি মহান,তাই মাফ করতে ভালোবাসো। আমরা নিচ-হীন, তাই পাপ করতে ভালোবাসি। আমাদের দূর্বলতার ওজর গ্রহন করো।

হে আল্লাহ, দুঃখ-কষ্টকে আনন্দে পরিণত করে দাও। অস্থিরতাকে দৃঢ়তা এবং ভয়-ভীতিকে সাহসে রূপান্তর করে দাও ।

হে আল্লাহ, অন্তরের আগুনকে ইয়াকীনের শীতলতা দিয়ে নিভিয়ে দাও। নফসের তাড়নাকে ইমানের পানি দ্বারা ঠা-া করে দাও ।

হে আল্লাহ, ঘুমহীনদের নিবিড় ঘুম দান কর। অস্থির হৃদয়ে প্রশান্তি দান কর। ব্যর্থদেরকে সফলতা দান কর।

হে দয়াময়, অদূরদর্শীদের তোমার হিকমতের নূর ও পথভ্রষ্টদের সঠিক পথের দিশা দাও।
হে রহমান, অন্তরের কুমন্ত্রনাসমুহ নূরানী আলোকছটায় দূর করে দাও। বাতিল পূজারী নফসের শ্বাস রুদ্ধ করে দাও। তার চক্রান্তকে আপনার সাহায্য দ্বার ধ্বংস করে দাও।

হে মহীয়ান, একমাত্র তুমি ছাড়া অন্য কাউকে ভয় করা ও হীনমন্যতার শিকার হওয়া থেকে আমাদেরকে রক্ষা কর। তোমার উপরই আমরা ভরাসা করি। তোমার কাছেই আমরা প্রার্থনা করি। তুমিই আমাদের পৃষ্টপোষক। তুমিই আমাদের জন্য যথেষ্ট। তোমার এই বাণীর প্রতি আমাদের পূর্ণ এয়াকিন দান কর-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সুরা আল-ইমরান, ১৭৩।

লেখক : সিনিয়র শিক্ষক, ইমদাদুল উলূম রশিদিয়া মাদরাসা, ফুলবাড়িগেট, খুলনা।

খুলনা গেজেট/ বি এম এস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!