লায়ন্স ক্লাব অব খুলনা’র উদ্যোগে কেডিএ এভিনিউস্থ লায়ন্স ভবন প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব খুলনা’র প্রেসিডেন্ট লায়ন ডাঃ সাহানা রাজ্জাক আলী, এমজেএফ এবং সঞ্চালনা করেন সেক্রেটারী লায়ন এ্যাড. কুদরত-ই-খুদা, এমজেএফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের নারী জাগরণের অগ্রদূত ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন বেগম মাজেদা আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন শামীমা সুলতানা শিলু, লায়ন মনোয়ারা বেগম, লায়ন শিরিন কাপাডিয়া, লায়ন রমা রহমান, লায়ন্স চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মেহেদী হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, নারী অর্থনৈতিক মুক্তি, নারী সমতার উপর দিকনির্দেশনামূলক তথ্যসমৃদ্ধ আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন বেগম মাজেদা আলীকে লায়ন্স ক্লাব, খুলনা’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি