খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রোববার প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানা এবং টুঙ্গিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের চিতলমারী এলাকার মোঃ রুহুল আমিন ও আবদুল আহাদ, টুঙ্গিপাড়ার বিবেক বৈরাগী ও আলিম শেখ।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ৯ সেপ্টেম্বর বাগেরহাট সদর এলাকায় এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই হয়। ভুক্তভোগী থানায় মামলার পাশাপাশি র‌্যাব-৬ এর সদর দপ্তরে অভিযোগ করে। র‌্যাব গোপালগঞ্জ থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি মোটরসাইকেল ও তার অন্যতম সহযোগী আবদুল আহাদের কাছ থেকে ১টি চাকু উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ও আবদুল আহাদ জানিয়েছে ছিনতাই করা স্বর্ণ মেসার্স মা জুয়েলার্সের মালিক বিবেক বৈরাগীর নিকট বিক্রি করেছেন। পরবর্তীতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে মা জুয়েলার্সে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!