খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলা কার্যালয় চত্বরে সোমবার জেলার উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা রেঞ্জ পরিচালক মোল্লা আমজাদ হোসেন বলেন, সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। অন্যন্যের মধ্যে জেলা কার্যালয়ের সহকারি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২৬ জন উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। সূত্র : তথ্য বিবরণী

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!