খুলনার আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আব্দুুল গফ্ফার শনিবার দিবাগত রাত দেড়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
শিরোমণি কেন্দ্র্রীয় বাজার জামে মসজিদ এর সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন তিনি। এছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৫ বছর তিনি আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
রবিবার শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জোহরবাদ জানাযা শেষে মীরবাড়ী পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এলাকার সর্বজনীয় শ্রদ্ধেয় এ ব্যক্তি। জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, খুলনা ৫ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, এসএ রহমান বাবুল, দামোদও ইউপি চেয়ারম্যার শিপলু ভুইয়া,খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এমএ দাউদ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন প্রমুখ।
জানাযায় ইমামতি করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান।