খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল
গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনার নাগরিক সংলাপে

‘আঞ্চলিক সমতা ভিত্তিক বাজেট পেশ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনার নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, ‘আঞ্চলিক সমতা ভিত্তিক বাজেট পেশ করতে হবে। এ জন্য করের আওতা বাড়াতে হবে। তবে তা জনগণের ওপর বোঝা না হয়ে পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। ভ্যাটের বোঝা কমিয়ে কর প্রদানকারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যায়, দুর্নীতি আর অসমতার বিরুদ্ধে রাজনীতিবিদ ও নাগরিক নেতাদের আরও সোচ্চার হতে হবে। বাজেটের অব্যবহৃত অর্থের পরিমাণ প্রকাশ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র করতে হলে সংসদে রাজনীতিবিদদের অংশ গ্রহণ বাড়াতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা কমিটির নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেছেন।

সংগঠনের সভাপতি এ্যাড. কুদরত-ই খুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খালিদ হোসেনের পরিচালনায় সংলাপে বক্তৃতা করেন- খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, আ’লীগ নেতা শ্যামল সিংহ রায়, জাসদ মহানগর সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান মন্টু, জেলা কমিটির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, বেলা’র বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সেবিকা শিলা রাণী দাস, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, শেখ ফেরদৌসুর রহমান, মামুন রেজা, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, খলিলুর রহমান সুমন, সিলভী হারুন, শামীমা শাহিন, সুমন আহমেদ, আফজাল হোসেন রাজু ও কামনা রানী প্রমূখ।

সংলাপে বক্তারা আরও বলেন, বাজেট নিয়ে জেলা ভিত্তিক সমন্বয় করে বাজেট পেশ করতে হবে। বাজেট গণতান্ত্রয়ণের জন্য বাজেট বিকেন্দ্রীয়করণ, জনঅংশ গ্রহণ ও জেলা বাজেট পেশ করতে হবে। বাজেট বিষয়ক আইনী জটিলতা দূর করতে হবে। প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে বাজেট সুষমভাবে নির্ধারণ হতো বলে বক্তারা মনে করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!