আজ (২৬ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে অংশগ্রহণ করে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। বর্তমানে তার উত্তরাধিকারী ছেলে গোলাম মোস্তফা কামাল ও তিন মেয়ে হাসিনা , সুফিয়া ও রোকেয়াসহ নাতী নাতনী আছেন।
নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি নূর মোহাম্মদনগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের উদ্যোগে সকাল ১০টায় র্যালি, আলোচনা সভা, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম