খুলনা, বাংলাদেশ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২২ মে, ২০২৪

Breaking News

  উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি : সিইসি
  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
সাতক্ষীরা-৪ আসন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার দোলন ও নোঙ্গরের রেজাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নির্বাচনী এলাকার বিভিন্ন যানবাহনে নির্বাচনি পেস্টার-ব্যানার ও বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে নির্বাচনি পেস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৪ আসেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এবং নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি এলাকা-১০৮ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) প্রবীর কুমার দাস।

তিনি জানান, শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে।

নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ সরেজমিতে পরিদর্শনকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
সরেজমিতে পরিদর্শনকালে গোচরীভূত হয়েছে যে আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন যানবাহন বিশেষত ব্যাটারিচালিত ভ্যান, অটো এবং মোটর সাইকেলে আপনার নির্বাচনি পেস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ও ব্যানার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। তদুপরি শ্যামনগর-মুন্সীগঞ্জ মহাসড়কে এ. কে. ফজলুল হক এমসিএ কলেজের নামীয় এবং আপনার নাম ও রঙিন ছবি সম্বলিত তোরণ রয়েছে যা প্রকৃতপক্ষে আপনার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রতিয়মান হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন।

অপরদিকে, নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত অভিযোগ কমিটির কাছে করা হয়েছে।

আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে আপনার নির্বাচনি পেস্টার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। একই অভিযোগের বিষয়টি এই কমিটি জেলা রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক, সাতক্ষীরা-এর দপ্তর হতে অবগত হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(ক) এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়।
অভিযোগ বিষয়ে দুই প্রার্থীর কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি তাদের প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় তাদের ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন এর নিকট তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!