বাংলাদেশের ক্রিকেটে এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও এমন অগ্নিপরীক্ষা দিয়েছেন তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান। এবার সেই পরীক্ষা দিলেন মোহাম্মদ নাঈম। মানসিক ট্রেইনিংয়ের অংশ হিসেবে আগুনের উপর দিয়ে হেঁটে গেলেন বাঁহাতি এই ওপেনার।
শুক্রবার (১৮ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আগুনের ওপর হেঁটে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন নাঈম। সেখানে দেখা যায় দগদগে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেটে যাচ্ছেন তিনি। মূলত আত্মবিশ্বাস বাড়াতে একজন পেশাদার মাইন্ড ট্রেইনারের অধীনে থেকে তিনি এটি করেছেন।
ভিডিওর ক্যাপশনে নাঈম জানান যে তাসকিন এবং সোহানের থেকে অনুপ্রাণিত হয়ে এমন মাইন্ড ট্রেইনিংয়ে নাম লিখিয়েছেন তিনি। মানসিক শক্তি বাড়ানোর এই ট্রেইনিং করানোর জন্য নিজের ট্রেইনারকেও ধন্যবাদ জানিয়েছেন এশিয়া কাপের দলে ডাক পাওয়া এই ক্রিকেটার।
তামিম ইকবালের অনুপস্থিতিতে এবারের এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম। এর আগে তামিমের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলেও ডাক পেয়েছিলেন তিনি। তবে সেই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। কিন্তু নাঈমের ভাগ্য আবার ঘুরিয়ে দেয় ইমার্জিং এশিয়া কাপ। সেখানে মোটামুটি পারফর্ম করে আবার জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের দলে। নতুন ট্রেইনিংয়ের পর এবার কেমন করেন নাঈম, সেটাই এখন দেখার বিষয়।
খুলনা গেজেট/এমএম