খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিষ্ঠার হীরক জয়ন্তীতে খুলনায় আ.লীগের বর্ণাঢ্য উদযাপন

গেজেট ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসমেয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. আইয়ুব আলী মুন্সি, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, নুর মোহাম্মদ শেখ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এ্যাড. ফারুক হোসেন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইযুব আলী, মঈনুল ইসলাম নাসিম, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মো. আব্দুর রশীদ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, নজরুল ইসলাম তালুকদার, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, শেখ এশারুল হক, শেখ মো. রুহুল আমিন, আব্দুল হালিম সরদার, আতাউর রহমান শিকদার রাজু, অহিদুল ইসলাম পলাশ, মুন্সি মো. সেলিম হোসেন, মীর মো. লিটন, মুন্সি মোতালেব মিয়া, ইউসুফ আলী খান, তকদীরে এলাহী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শেখ শামীম আহমেদ পলাশ, নাসরিন আখতার, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিরর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, নুর জাহান রুমি, নাছরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, শওকাত হোসেন, কবির পাঠান, ইয়াছিন আরাফাত, শাকিল আহমেদ, মো. আমির হোসেন, মো. মোক্তার হোসেন, মো. আকবর আলী খান, তোতা মিয়া ব্যাপারী, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, মো. জিলহাজ¦ হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, মো. ইদ্রিস আলী, জব্বার আলী হীরা, বায়েজিদ সীনা, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী “হীরক জয়ন্তী” উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর ৪ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ৭৫ পাউন্ডের কেককাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়।

অপরদিকে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ে র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, সহ-সভাপতি বি এম এ ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, মহিলা আওয়ামী রীগের সভাপতি হোসনে আরা চম্পা, খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়া, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ফিরোজ ইব্রহীম তন্ময়, জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার।

জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জুবায়ের আহম্মেদ খান জবার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ জামিল খান, এমদাদুল ইসলাম, নাজনীন নাহার কনা, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, মনোয়ারা খাতুন শিউলি, দেব দুলাল বাড়ই বাপ্পি, সরদার জাকির, অজিত বিশ্বাস, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল নোমান, রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, আবু সালেহ বাবু, রাজিব দাস, মো: হুমায়ুন কবির, শাহিদুল ইসলাম ইমন , ইঞ্জিঃ বরকত, হাজি সাইফুল ইসলাম খান, মোঃ ইমরান হোসেন, মো. তরিকুল ইসলাম সুমন, এ্যাড. শিউলি আক্তার লিপি, এ্যাড. তিতাস, মো. জামাল ফকির, সনজিৎ মন্ডল পিটু, বিভা বিশ্বাস, রোজলীন সরকার, কাজল, অভিজিৎ রায় অভি, মোহাম্মদ রাসেল বাপ্পি, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, জান্নাতুল হাওয়া শান্তা, ফরিদ আহমেদ, সজীব হক, শিকদার রনি, এস এম সাদিক মামুন, মাধুরী মন্ডল, ইতিমা মন্ডল, খাদিজা, রিজিয়, বৃষ্টি, মিষ্টিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়। তারপর দলীয় কার্যালয় হতে আনন্দ র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এবং জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান করেনে নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!