খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ সরকারের নিন্দা
  যুবদল নেতা হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল ৭ দিনের রিমান্ডে

আওয়ামী ফ্যাসিষ্টের দোসরদের স্থান বাংলাদেশে হবে না: হেলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, হত্যার ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথ থেকে বিচ্ছিন্ন করা যায় না। গেল ১৭ বছরের বিএনপি’র অসংখ্য নেতাকর্মী-সমার্থকদের নির্বিকারে হত্যা, খুন-গুম, অপহরণ, নির্যাতন চালিয়েও ফ্যাসিষ্ট শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। তাই ফ্যাসিষ্ট দোসরদের স্থান গণতান্ত্রিক বাংলাদেশেও হবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট চলছে। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই বুঝি। তাদের কয়জনকে ধরেছেন? দেশের জনগনের জন্য আওয়ামী ফ্যাসিবাদ হুমকি স্বরূপ; ছাত্র-জনতার অভ্যূত্থানে গণহত্যা পরিচালনাকারীদের গ্রেফতার করুন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রবিবার (৬ এপ্রিল) বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে হত্যা প্রচেষ্টায় বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেলাল বলেন, বিএনপি ১৭ বছর আন্দোলনের আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। চারদিকে প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারছে, তবে সেটা হতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান আজিজুল বারী হেলাল।

এসব বিশৃঙ্খলা দূর করতে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে করুন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটি যত দ্রুত দেয়া হবে, তা সবার জন্যই মঙ্গল।

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, সংস্কারের প্রস্তাব প্রথমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন। বিএনপি চায়, সংস্কার ও নির্বাচনের কার্যক্রম এক সঙ্গে চলুক, কিন্তু একটি পক্ষ সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মানবে না এবং দ্রুত নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত। অবিলম্বে ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশারকে হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, আহবায়ক কমিটির সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, নাজমুস সাকির পিন্টু, মোল্লা মাহবুবুর রহমান, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, নিত্যানন্দ মন্ডল, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আসাবুর রহমান, আতিক নেওয়াজ চঞ্চল, ইমরান ওহিদ, শাকিল আহম্মেদ মেজবাহ, জাফরী নেওয়াজ চন্দন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহেল কাফী সখা, মো. জাবীর আলী ও মঞ্জুর রশীদ প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!