প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নাহিদা আক্তার। নভেম্বর মাসে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নারী কোটায় নাহিদাকে এবং পুরুষ কোটায় ট্রাভিস হেডকে বেছে নিয়েছে আইসিসি।
সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় আইসিসি। এই পুরস্কার জয়ের পর আইসিসিকে নিজের অনুভূতি জানিয়ে নাহিদা বলেন, ‘এটা আমার জন্য অনুপ্রেরণার। আইসিসির কাছ থেকে এই স্বীকৃতি বড় অর্জন। এটা সামনে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে।’
নাহিদা বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমরা খুবই খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য ও মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত।’
নভেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদার সঙ্গে ছিলেন বাংলাদেশের ফারজানা হক পিকিংও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তাদের পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার হয়েছেন নাহিদা।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা। তিন ওয়ানডেতে ১৪.১৪ গড়ে ৭ উইকেট শিকার করেন তিনি, যে পারফরম্যান্স অবদান রাখে বাঘিনীদের সিরিজ জয়ে।