খুলনার কয়রায় আইসক্রিম কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্যারিস চন্দ্র গাইন(১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার(১৬ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্যারিস চন্দ্র ঐ গ্রামের কুলিন চন্দ্র গাইনের ছেলে। সে শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। এসমেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের পিতা কুলিন চন্দ্র গাইন জানান, ভেজা আবস্থায় আমার ছেলে ১২ টার দিকে আইসক্রিম কেনার জন্য তাইজুল ইসলামের দোকানে যায়। দোকানে কাউকে না পেয়ে দোকানদারকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে আইসক্রিম রাখা ফ্রিজের কাছে যায়। তারপর কি হলো কিছুই জানিনা। শুনলাম আমার ছেলেকে কারেন্টে ধরেছে।
কয়রা থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।