খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত : রয়টার্স; জীবিত কারও সন্ধান মেলেনি : রেড ক্রিসেন্ট

আইপিএল থেকে ফিজকে ফেরানোর কারণ জানালেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

চলতি আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরটা স্মরণীয় করেই রেখেছেন। সবমিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন ১৪ টি। যদিও টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে টাইগার এই পেসারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে খেলানোর জন্য দেশে ডাকা হলেও প্রথম তিন ম্যাচে বিশ্রামেই ছিলেন মুস্তাফিজ। অবশ্য শেষ দুই ম্যাচের দলে নেওয়া হয়েছে তাকে। এদিকে, আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর বিষয়টি অনেকেরই পছন্দ হয়নি। এ নিয়ে কম আলোচনা-সমালোচনাও হয়নি।

বৃহস্পতিবার(৯মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে। একইসাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের পেসারদের নিয়ে তাসকিন বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছি এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরও বেশি হবে। ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে। সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস, লাইফস্টাইল এবং মেইনটেইন্যান্স। এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!