খুলনার হরিণটানা থানায় দায়েরকৃত অস্ত্রমামলায় গ্রেপ্তারকৃত যুবক আল আমিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সারওয়ার আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনা গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানাধীন ময়ূর ব্রীজের দক্ষিণ পাশে ভার্সিটি রোডস্থ আরাফাত প্রকল্পে জামাল উদ্দিনের বাড়ির সামনে থেকে আল আমিন শেখ জনিকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। ওই দিনে এসআই খলিলুর রহমান বাদী হয়ে হনিণটানা থানায় আল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন, যার নং ১১।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ইউসুফ আলী হাওলাদার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিন দিন মঞ্জুর করেন।
খুলনা গেজেট/এমএইচবি