খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

অসুস্থ শামীম পাটোয়ারী, নেই অনুশীলনে

ক্রীড়া প্রতিবেদক

একদিন আগেই জাতীয় দলের সঙ্গে ভারতে বিশ্বকাপের ভিসার জন্য আবেদন করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। তবে আজই মিস করেছেন জাতীয় দলের নিয়মিত অনুশীলন। অসুস্থতার কারণে মিরপুরের হোম অব ক্রিকেটেই আসেননি তিনি।

শামীমের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারো বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।’

এশিয়া কাপের আগে দলের অন্যতম সদস্য শামীমের অসুস্থতা দ্রুত সেরে ওঠার প্রত্যাশাই করবে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে সাত নাম্বারের জন্য ভাবা হচ্ছে এই তারকাকে। তার আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পেসার এবাদত হোসেন। এই পেসারের বদলি হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করেনি বোর্ড।

এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘এখন থেকে সে ব্যাটিং করবে। ফিজিও ট্রেনার বিষয়টি দেখছে।’

গত রোববার প্রথমবারের মতো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা যায় তামিমকে। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট করেছিলেন তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!