খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ
  সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
  টানা তৃতীয় দিন চলছে কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন, জুমার পর গণঅনশন
  নাকবা দিবসে ইসরায়েলের হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত

অসি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ভারত

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ শুরু হয়েছে চার দিন হয়ে গেল। কিন্তু এখনও কোনো উত্তেজনা নেই, সব কিছু কেমন যেন ম্যাড়ম্যাড়ে। ভারতের মতো ক্রিকেটপাগল দেশে বিশ্বকাপ হচ্ছে, অথচ গ্যালারি ফাঁকা! অনেকের কাছেই অবিশ্বাস্য লাগছে ব্যাপারগুলো। তবে আজ থেকে পরিস্থিতি বদলে যাবে বলেই প্রত্যাশা আয়োজকদের। আজ যে মাঠে নামছে স্বাগতিক ভারত। শুরুতেই পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা।

ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার লড়াইটিকে স্মরণীয় করে রাখার কথা দিয়েছেন। দাপুটে পারফরম্যান্সে অসিদের উড়িয়ে দিয়ে শুরুতেই সবাইকে বার্তা দিতে চান তিনি। পাঁচবার বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া বরং স্বাগতিকদের তুলনায় কিছুটা ব্যাকফুটে। অসি অধিনায়ক প্যাট কামিন্স কিছুটা কৌশলী। অতীতের অতি-আগ্রাসী স্টাইল বাদ দিয়ে তারা কিছুটা রয়েসয়ে আগাতে চান।

ম্যাচটা চেন্নাইয়ে বলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। লড়াইটা হবে ভারতের বিশ্বসেরা ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের। অবশ্য চেন্নাইয়ের প্রচণ্ড গরমে অসি পেস ব্যাটারি নিজেদের কতটুকু মেলে ধরতে পারে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।

স্বাগতিক শিবিরেরও দুঃসংবাদ রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আজ মাঠে নামতে পারছেন না শুভমান গিল। বৃহস্পতিবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি অবশ্য ফিট হয়ে উঠেছেন। অস্ট্রেলিয়া শিবিরেও চোটের খবর আছে। সুইমিংপুলে সাঁতরাতে গিয়ে নাকি মুখে আঘাত পেয়েছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর চোটও গুরুতর নয়। তিনি খেলবেন বলে নিশ্চয়তা দিয়েছেন অসি অধিনায়ক কামিন্স।

৩৬ বছর বয়সী রোহিত গতকাল শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘গ্রেটম্যান (শচীন) বলেছিলেন, বিশ্বকাপ না জিতলে আসলে পূর্ণতা আসে না। আমাদেরও একই মনস্কামনা। এই ট্রফি হলো একজন ক্রিকেটারের ক্যারিয়ারের সেরা অর্জন। সিনিয়রদের মতো আমরাও এই ট্রফি জিতে বিদায় নিতে চাই। ঘরের মাঠে আমাদের জন্য এটা সুর্বণ সুযোগ।’

অসি অধিনায়ক কামিন্স অবশ্য এত কিছু ভাবছেন না। বর্তমানে অস্ট্রেলিয়াকে পন্টিং-ওয়ার্নদের মতো আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায় না। এটাকে অবশ্য সময়ের সঙ্গে তাল মেলানো বলছেন কামিন্স। এখন তারা অতি-আগ্রাসী নন, নীরবে নিজেদের কাজটা করে যান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!