খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

অলরাউন্ডারদের ড্যাডি সাকিব, মন্তব্য আকাশ চোপড়ার

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে বিগত ১০ থেকে ১২ বছর বিশ্বক্রিকেটে শীর্ষস্থানেই আছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব। যাদের মাঝে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

জাতীয় দলের হয়ে আকাশের ক্যারিয়ারটা খুব বেশি বড় নয়। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়ই ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সাবেক এই ওপেনার। তার সবশেষ পর্বের আলোচনার বিষয় ছিল অলরাউন্ডার। আর সেখানেই সাকিবকে নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য, সাকিব অলরাউন্ডারদের ‘বাবা’!

আকাশ চোপড়ার ভিডিও মূলত তৈরি হয়েছিল বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের কথা মাথায় রেখে। ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খানদের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের সাকিবের নামটাও। আর তখনই সাকিবের প্রশংসায় আকাশের মন্তব্য, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন আকাশ। শেষ এক বছরে সাকিবের পরিসংখ্যানটাও যে চোখে পড়ার মতোই। এই সময়ে সাকিব খেলেছেন ৯ ওয়ানডে। তাতে রান করেছেন ৩৩১। বল খেলেছেন ৩৬৮। স্ট্রাইকরেট বা গড় দুটোই ভালো বলা চলে। এই সময়ে তার অর্ধশতক আছে ৩টি।

তবে অলরাউন্ডার সাকিবের বড় ক্যারিশমা বল হাতে। ৯ ম্যাচে পেয়েছেন ১৬ উইকেট। বল করেছেন মোট ৬৪ ওভার। ইকোনমি রেটও ৫ এর নিচে। এমন অলরাউন্ডারের প্রশংসা হয়ত করাই যায়। আকাশ চোপড়ার উচ্ছ্বাসটাও তাই অমূলক নয়।

এর আগেও অবশ্য বহুবারই সাকিব বন্দনায় মেতেছিলেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক। ২০১৯ বিশ্বকাপে সাকিবকে ম্যান অব দ্য টুর্নামেন্ট না দেওয়ার সমালোচনাও করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরও সাকিবের সমর্থনে মুখ খুলেছিলেন আকাশ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!