খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে
  মারধর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা
  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অর্নব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার নর্থ-ওয়েস্টান ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর তেতুলতলা মোড়ের নর্থ-ওয়েস্টান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভবন-২ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত অর্ণব কুমার সরকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ইইই-ব্যাচ-২০১৮ এর সাবেক শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আমরা চেয়েছিলাম স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও নিরাপদ একটি দেশ। কিন্তু আজ ভালো নেই আমার এই প্রিয় মাতৃভূমি। ভালো নেই আমাদের প্রাণের শহর খুলনা। সন্ত্রাসীদের দৌরাত্ম দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এ সময় মানববন্ধনকারীরা অর্ণব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব রেজা, মোঃ আশিকুর রহমান, এসএম জাহিদ হাসান, শিহাব, মাহিম, রমিম, শান, শুভ্র প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অবস্থান করছিলেন অর্ণব। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাঁকে গুলি করে। গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!