খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮
  মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল

অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানকে ‘উন্নয়নের সারণিতে পদ্মা সেতু’ বই উপহার

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে সম্প্রতি প্রকাশিত ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ নামক গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছে হস্তান্তর করেছেন বইটির সম্পাদক, গণমাধ্যমসেবী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ।

শনিবার (৫ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউজে তিনি বইটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন সাবেক সচিব আবদুস সামাদ, খুলনার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদসহ সরকারী বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু প্রমুখ।

বইটি গ্রহণ করে উপদেষ্টা ড. মসিউর রহমান সম্পাদককে ধন্যবাদ জানিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ নিয়ে তাঁর কিছু স্মৃতিচারণ করেন।

এর আগে তিন দিনের সফরে খুলনা সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে।

সফরসূচি অনুয়ায়ী ৬ নভেম্বর বেলা ১১ টায় বয়রাস্থ খুলনা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী এবং রেলপথ বিভাগের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপকের সাথে ভৈরব সেতুর অগ্রগতি নিয়ে আলোচনা করবেন উপদেষ্টা ড. মসিউর রহমান। একইদিন বেলা আড়াইটায় নির্মাণাধীন ভৈরব সেতু এলাকা পরিদর্শন করবেন। সন্ধা ৬ টায় খুলনা সার্কিট হাউজে উপস্থিতি এবং রাত্রিযাপন।

৭ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং সুগন্ধী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন। সন্ধা ৬ টায় খুলনা সার্কিট হাউজে উপস্থিতি এবং রাত্রিযাপন।

৮ নভেম্বর বেলা ১১ টায় তিনি খুলনা আইসএবি’র আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং বেলা ৩ টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!