যশোরের অভয়নগরে ২৪ ঘন্টায় ৩৭ নমুনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। করোনা আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মারা গেছেন ৩৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ অঞ্চলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। নতুন ৬১ জনের নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলার পৌর ও ইউনিয়নে করোনা পজিটিভ পৌরসভার ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ২ জন ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৯ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ১ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ২ জন । এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ইউনিয়নের পায়রা ইউনিয়নে ১ জন, শ্রীধরপুর ইউনিয়নে ৩ জন ও শুভনাঢ়া ইউনিয়নে ১জন। এ পযর্ন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৮৮ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ১১ জন, উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়েছে ১০ জনকে, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৩৮৯ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯৯০ জন। এ উপজেলায় মোট ৪ হাজার ৫৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১ হাজার ৪৪৬ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় এ উপজেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ২ দশমিক ৬ শতাংশ।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুর রাজীব বলেন, ৭৭ নমুনায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। আক্রান্ত হয়ে উপজেলায় এ পযর্ন্ত মারা গেছেন ৩৭ জন। এ এলাকার ২৫ টি জায়গাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। হলুদ জোন হিসেবে ১৫ টি পয়েন্ট করা হয়েছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই