খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

অভয়নগরে হামলায় শ্রমিক নেতা জখম, লোড-আনলোড বন্ধ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদক কারবারে বাধা দেওয়ায় শাহ আলম (৩৬) নামে এক শ্রমিক নেতাকে পিটিয়ে জখম করেছে চিহ্নিত এক মাদক কারবারীসহ তার সহযোগিরা। রবিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার বুইকারা গ্রামে শাহীবাগ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঘাট শ্রমিকরা নওয়াপাড়া নৌবন্দর এলাকায় লোড-আনলোড বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে। আহত শাহ আলম অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আজিজুর রহমান জুলুর ছেলে। হামলাকারি মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকার মৃত সলেমন পাটোয়ারীর ছেলে মনা পাটোয়ারী (৪২) ও তার দুই সহযোগি।

আহত শ্রমিক নেতা শাহ আলম জানান, রবিবার রাত আনুমানিক ৮ টার সময় শাহীবাগ এলাকার মাদক কারবারি মনা পাটোয়ারী মাদক কেনাবেচা করছিল। এসময় মাদক বিক্রিতে বাধা দিলে সে ও তার দুই সহযোগি লাঠি ও লোহার রড দিয়ে আমাকে পিটিয়ে জখম করে। জীবন বাঁচাতে আমি চিৎকার করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আমাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে অস্ত্রোপচারের পর মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। অপরদিকে উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক প্রতিবাদ সভা সভাপতি ফালগুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি একরাম ফারাজী, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, সহ-সভাপতি হাবিল শেখ, মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজীম উদ্দিন, গোলাম কিবরীয়া, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাকির শেখ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকিনুর রহমান, প্রচার সম্পাদক আরব আলী খন্দকার, আতাউর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক কামরুল ফকির, সদস্য নজরুল ইসলাম, ইউছুফ আলী শেখ প্রমুখ।

বক্তারা বলেন, সোমবার সকাল থেকে নওয়াপাড়া নৌবন্দর এলাকায় সকল লোড-আনলোডের কাজ বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে হামলাকারি মাদক ব্যবসায়ীদের আটক করতে হবে। অন্যথায় নওয়াপাড়া নৌবন্দর এলাকায় অনিদৃষ্টকালের জন্য লোড-আনলোডের কাজ বন্ধ রাখা হবে।

এঘটনায় সোমবার দুপুরে হামলাকারী মনা পাটোয়ারীসহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!