খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান
বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ

অভয়নগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।

চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্চার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

উপজেলায় ২ হাজার১শ” ১০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকেরা সাধারণত ছয়টি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল বিনা সরিষা ৪, বিনা-৯,বিনা-১১,সরিষা বারী-৯,বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮,বুলেট, টরি-৭ ও পাঞ্জাবজটা জাতের সরিষা। উপজেলার বাঘুটিয়া, শ্রীধরপুর, ধোপাদী, সিরাজকাটি ও প্রেমবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

দিগন্তজোড়া মাঠে কেবল হলুদের আধিক্য। যতদুর চোখ যায় কেবল হলুদের সমারোহ চোখে পড়ে। চোখ জোড়ানো নয়নাভিরাম এ দৃশ্যভ্রম হতে পারে যে প্রকৃতির গায়ে যেনহলুদ চাদর জড়িয়ে দিয়েছে কেউ। গত কয়েকবছর করোনার প্রাদুর্ভাব, প্রতিকূল আবহাওয়াও প্রকৃতিক দূর্যোগে নাস্তানাবুদ কৃষকরা এবার যেন দুরাশার মেঘ সরিয়ে চোখে মুখে হাসি ফুঁটিয়েছে। জানা গেছে, এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। সেই সাথে আশায় বুক বেঁধেছেন চাষীরা।

অনুকুল আবহাওয়া, কৃষি বিভাগের প্রণোদনা ও তদারকি এবং কৃষকদের ঐকান্তিক চেষ্টায় এবার উপজেলায় সরিষা চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দিগন্ত জুড়ে সরিষা ফুলের হাসির সাথে কৃষকের হাসি যেন একাকার হয়ে আছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে এ উপজেলার ২হাজার ৫০হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্র র্নিধারণ করা হয়েছিলো। যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬০হেক্টর জমিতে বেশি সরিষার চাষ করেছেন চাষীরা। যা ইতিপূর্বেও সকল রেকর্ড ভঙ্গ করেছে।

এদিকে কৃষি সম্প্রসারন অফিস সূত্র আরও জানিয়েছে,চলতি মৌসুমে উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ১শ’ ১০মেট্টিক টন। উপজেলার সবুজবাগ গ্রামের সরিষা চাষী কামাল হোসেন জানান, এবার সরকারী সাহায্য সহযোগিতায় ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। আশা করছেন এবার বাম্পার ফলন পাবেন।

সিরাজকাটি গ্রামের সরিষা চাষী মোজাফফার হোসেন বলেন, গতবছরের তুলনায় এবার ফলন অনেক বেশি। দামটাও ভালো পাওয়া যাবে বলে প্রত্যাশা তার।

নজরুল ইসলাম মল্লিক বলেন, সবিন তেল আমাদেরকে আমদানী করতে হয়।আমদানী র্নিভরশীল না হয়ে দেশে খাদ্য তেল সরিষা রোপন করলে আমাদের চাহিদা মিটবে।

ব্লক সুপারভাইজার দিপক কুমার পাল বলেন, গত মৌসুমে এ ব্লকে ২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। এবার বাড়িয়ে ৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। চাষীরা এখন সরিষা চাষে ঝুকছেন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ উপজেলায় গত বছরে আবাদী জমি ছিল ১২ শ’ হেক্টর। সেখানে এবার চলতি বছরে আবাদী এরিয়া দাড়িঁয়েছে ২হাজার ১শ’১০ হেক্টর। বারী সরিষা যে জাত আছে। সেটাতে তেলের পার্সেন্ট বেশি। এই বারী সরিষা জাতটি কৃষকরা রোপন করছেন বেশি। বিগত বছরে ছিল ৬শ’৮৫ হেক্টর। বর্তমানে দাড়িঁয়েছে ১৫শ’৭০ হেক্টর। ভোজ্য তেলের আমদানী র্নিভরতা কমাতে সরকারী প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ, সার, কীটনাশক দিয়ে সহায়তা করা হয়েছে।

তেলজাতী উৎপাদন আমরা দ্বিগুন করবো। ফলে এবার অভয়নগরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার রেকর্ড আবাদ হয়েছে। ফলনও রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!