খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইউপি নির্বাচন-২০২১

অভয়নগরে ভোট কেন্দ্রে হামলায় অভিযুক্ত ২৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের নির্বাচনে বাশুয়াড়ী ভোট কেন্দ্রে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ২৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ রফিকুল ইসলাম।

অভিযুক্তরা হলেন, অভয়নগরের হিদিয়া গ্রামের সোবহান মোড়লের ছেলে মাসুম মোড়ল, জাকির মোল্লা ও তার ছেলে আব্দুর রাজ্জাক, মৃত করিম বিশ্বাসের ছেলে শহিদুল বিশ্বাস, হালিশ শেখের ছেলে সালমান শেখ, মৃত ইব্রাহিম মোল্লার ছেলে এবিএম জাকির হোসেন বাচ্চু, মৃত আফছার ফকিরের ছেলে নওশের ফকির, আইয়ুব মোল্লার ছেলে রনি মোল্লা, মোকাম মোল্লার ছেলে লুৎফর মোল্লা, মৃত ছামাদ ফকিরের ছেলে মান্নান ফকির, মকবুল ফকির, আতিয়ার মোড়লের ছেলে বাবুল মোড়ল, মৃত হায়দার মোল্লার ছেলে মাহফুজুর মোল্লা, মহির বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস, মুনছুর গাজীর ছেলে ওবাইদুল্লাহ গাজী, কাওছার আলী শেখের ছেলে কামাল শেখ, লেবুগাতি গ্রামের আকরাম মোল্লা ও তার ছেলে বিল্লাল হোসেন, জাবের, রমজান মোল্লার ছেলে খানজাহান মোল্লা, নওরোজ আলীর ছেলে আলমগীর হোসেন, আক্তার মোল্লার ছেলে ইকোন মোল্লা ও মুস্তাক আকুঞ্জির ছেলে আনিচ আকুঞ্জি।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অভয়নগর উপজেলার সব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে নির্বাচনের ভোট গ্রহন বানচালের উদ্দেশ্যে একদল মানুষ পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্রে হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম লুটপাটের চেষ্টা ও দায়িত্বরত কর্মকর্তাদের মারপিট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিজাইডিং অফিসার পুলিশকে গুলি করার নির্দেশ দেন। এ সময় বিভিন্ন অস্ত্র দিয়ে ৩২ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ কারণে আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে ।

এ ঘটনায় প্রিজাইডিং অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ করা হয় মামলায়। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ২৩ জনকে অভিযুক্ত করে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জন বাদে সকলকে পলাতক দেখানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!