যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে কুকুর মারতে ভাইয়ের ছোঁড়া ইটের আঘাতে নিহত হয়েছে ছোট বোন জাকিয়া খাতুন (১২)। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে উপজেলার সমশপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি জিয়াউর রহমান গোলদারের বড় ছেলে রাব্বি গোলদার (২০) বাড়িতে ঢুকে পড়া একটি কুকুরকে মারতে ইটের খোয়া ছোঁড়েন। খোয়াটি কুকুরের গায়ে না লেগে ঘরের প্রাচিরে লাগার পর তা ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন জাকিয়া খাতুনের মাথায় লাগে। ইটের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসা শেষে বাড়িতে নেয়ার পর জাকিয়ার বমি শুরু হয়। সন্ধ্যার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ঢল নামে। মর্মান্তিক এ মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নামে।
এ বিষয়ে স্থানীয় পায়রা ইউনিয়নের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত জানান, কুকুর মারতে বড় ভাইয়ের ছোড়া ইটের আঘাতে পঞ্চম শ্রেণিতে পড়–য়া মেয়েটির মৃত্যু হয়েছে। অতি আদরের ছোট বোনের মৃত্যুতে বড় ভাই রাব্বি গোলদার এখন পাগল প্রায়, যা অত্যন্ত বেদনাদায়ক।
খুলনা গেজেট/কেএম