খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

অভয়নগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গলগেট এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ৬জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(১৭ মে) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নর্থ বেঙ্গলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিল কর্মকর্তা সজিব হোসেন জানান, মঙ্গলবার দুপুরে যশোরগামী একটি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক খুলনাগামী পলাশ পরিবহন নামের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন চালকসহ ৮-১০জন যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, যশোরের মো. মাহির (২১) ও তানিম হোসেন (১৮), মনিরামপুরের জাহিদ হোসেন (২৩), ফকিরহাট উপজেলার অশোক মজুমদার (৬০), বেঙ্গলগেট এলাকার তানিয়া খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ট্রাক চালক তসিকুল ইসলাম (৩৫) ও দৌলদিয়ার বাসিন্দা বাস চালক শরিফুল ইসলাম (৪৫)।

আহতদের মধ্যে চালক দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া ঢাকা মেট্রো ব-১৪-০৮৮২ নম্বর বাস ও ঢাকা মেট্রো ট-২৪-২৭৫৬ নম্বর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!