খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

অভয়নগরে নতুন করে করোনায় আক্রান্ত ২৫ জন

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। করোনা আক্রান্ত হয়ে এ পযর্ন্ত মারা গেছেন ৩৬ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন ৫৫ জনের নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা ল্যাবে পাঠানো হয়। যার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। উপজেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৬ জন। ।

নতুন করে করোনায় আক্রান্তরা হলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডে ১ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ১ জন, ৭নং ওয়ার্ডে ২ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ইউনিয়নের প্রেমবাগ ইউনিয়নে ৪ জন, চলিশিয়া ইউনিয়নে ১জন, শ্রীধরপুর ইউনিয়নে ৭জন ও শুভনাঢ়া ইউনিয়নে ২জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ১৫জন, উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়েছে ১৪ জনকে, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৪৩২ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯৪৩ জন। এ উপজেলায় মোট ৪৪৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৪১১ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় এ উপজেলায় শনাক্তের হার ৩১ দশমিক ১৫ শতাংশ এবং মৃত্যুর হার ২ দশমিক ৬ শতাংশ।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুর রাজীব বলেন, ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। আক্রান্ত হয়ে উপজেলায় এ পযর্ন্ত মারা গেছেন ৩৬ জন। আমাদের কঠোর বিধি নিষেধসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!