অভয়নগর উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার সিভিল সার্জনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে নওয়াপাড়ার আল মদিনা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের অপারেশন থিয়েটার, পপুলার ও ল্যাবওয়ে নামে দুটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি ল্যাব বন্ধ ঘোষণা করে সীলগালা করা হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী জানান, “বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত শর্তপূরণ সাপেক্ষে অনির্দিষ্টকালের জন্য একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করে”।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, “আল মদিনা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পাশাপাশি আল মদিনা ক্লিনিকের অপারেশন থিয়েটার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করে সীলগালা করা হয়েছে। তাছাড়া ল্যাবওয়ে ডায়াগনস্টিক সেন্টারকেও বন্ধ ঘোষণা করে সীলগালা করা হয়।”
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী, থানার এসআই গৌতম কুমার মন্ডল প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি