চালের মূল্য নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে কয়েকটি চালকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ দল।
আজ বুধবার বিকাল ৪টার দিকে মজুমদার অটো রাইস মিল ও বিএসএম গ্রæপের গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় ধান ও চালের মজুত খতিয়ে দেখেন কর্মকর্তারা।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, মজুমদার অটো রাইস মিলে ধান ও চালের তেমন মজুত না থাকলেও বিএসএম গ্রæপের গোডাউনের খাদ্যশষ্যের সাথে অনিয়ম তান্ত্রিকভাবে বিষ প্রয়োগ করার জন্য ওই গ্রæপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে বিএসএম গ্রæপের ম্যানেজারকে সর্তক করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব মিলে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তারা।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শামীম হাসান,উপজেলা খাদ্য পরিদর্শক অসিম কুমার মন্ডল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মীনা খানমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।