খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে কয়লা তৈরির কারখানায় অভিযান, ১১৩ টি চুল্লি ধ্বংস

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে ১১৩ টি কয়লা তৈরির অবৈধ চুল্লি। শনিবার উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ও সোনা তলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব নদের তীরবর্তী ধুলগ্রামে ও সোনা তলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩ টি চুল্লি ধ্বংস করা হয়। তাছাড়া একটি মিনি ট্রাকে থাকা ১হাজার কেজি কয়লা সহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রামবাসী জানান, কাঠ পোড়ানোর সময় কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। আমরা এর থেকে মুক্তি পেতে চাই। গ্রামবাসীদের অভিযোগে অভয়নগর উপজেলা প্রশাসন ইতোপূর্ব, এই অবৈধ চল্লি গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা সহ কারখানা ভেঙ্গে দিয়েছিল। কিন্তু এ সব কারখানার মালিকেরা ক্ষমতাধর হওয়ায় তারা বারবার ক্ষমতার জোরে নতুন করে অবারও কাঠ পোড়ানো চুল্লি গড়ে তোলেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা এ সব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কারখানা সম্পূর্ণরূপে অবৈধ।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!