খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  কারও সাথে বৈরিতা নয় দেশের উন্নয়নই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
  লুটেরা সরকারকে না ঠেকাতে পারলে দেশের অস্তিত্ব থাকবে না : ফখরুল

অভয়নগরে করোনায় ও উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ৫১

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ৮২ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে ৫১ জনের। উপজেলায় মঙ্গলবার ( ৬ জুলাই) মারা গেছেন ৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ৮২ জনের নমুনা সংগ্রহ করে যশোর ল্যাবে পাঠানো হয়েছিল ৬ জুলাই (মঙ্গলবার) এই রিপোর্ট হাতে এসেছে। এতে ৮২টি নমুনার মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ হয়েছে, করোন ও উপসর্গে মারা গেছে ৩ জন। করোনায় মারা গেছে ৬নং ওয়ার্ডের গোলাম মোস্তফা (৬০), ৯নং ওয়ার্ডের রাজঘাট এলাকার বাসিন্দা হাসিনা বেগম (৭০)।

এছাড়াও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাইল পোস্ট এলাকার আব্দুস সাত্তার (৭০) খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার সময় করোনা উপসর্গে মারা যায়। সুস্থ হয়েছেন ৪৭ জন। উপজেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৬জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৩৭জন, উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করা হয়েছে ১৫ জন, বাড়িতে চিকিৎসা নিচ্ছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৮৭০ জন। এ পর্যন্ত মোট ৪৩৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১৩২০ জনের করোনা ধরা পড়েছে।

পরীক্ষা বিবেচনায় এ উপজেলায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যু হার ২ দশমিক ৬ শতাংশ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!