খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে এসএএফ মিলে শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে এসএএফ ইন্ডাস্ট্রিতে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার তালতলায় অবস্থিত এসএএফ ইন্ডাস্ট্রিতে দিনব্যাপী এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথম বারের মতো এ মিলে শ্রমিক ইউনিয়ন নিবর্বাচন হওয়ায় ভোটারদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ উদ্দীপনা। ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু করে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
১২টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে ৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উৎসমুখর পরিবেশে আয়োজিত নির্বাচনে ৩৮০ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন তাদের ভোট প্রয়োগ করেছে।

শ্রমিকদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের মোঃ হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতিকের কওসার আলী ১০৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকের ইফতিয়ার হোসেন ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রানা মিয়া পেয়েছেন ১১৮ ভোট।

কার্যকরী সভাপতি পদে ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাকারিয়া শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহাজুল ইসলাম পেয়েছেন ১৩৭ ভোট। সহ সভাপতি পদে টেবিল প্রতীকের রানা মোল্যা ও ঠেলাগাড়ী প্রতিকের নাসির উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের ফারুক হোসেন ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন ১৭৮ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে বাস প্রতীকের মফিজুর রহমান ও টেবিল ফ্যান প্রতিকের মফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকের রফিকুল ইসলাম ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল ১৫৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মাইক প্রতিকের সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে হাতি প্রতীকের মোঃ হেমায়েত হোসেন ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ আলী ১৬৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে বেবি ট্যাক্সি প্রতীকের সাইফুল ইসলাম ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান ১৪২ ভোট পেয়েছেন।

ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে ট্রাক প্রতীকের সোহেল শেখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদশা ৯২ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে তারা প্রতীকের গুলশানারা খাতুন ২৯১ ভোট ও রাসেল আহম্মেদ ২২৭ ভােট পেয়ে যৌথভাবে বিজয়ী হয়েছেন।

বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ খালিদ হাসান ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর শ্রমিকদেরকে বাধবাঙ্গা উল্লাস করতে দেখা যায়। এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!