যশোরের অভয়নগরে মাছের ঘেরে বিদ্যুৎ চালিত সেচপাম্প চালানোর সময় স্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরী ইউনিয়নের হরিশপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
সুজন সরকার হরিশপুর গ্রামের রকেট সরকারের ছেলে।
জানা যায়, রোববার সকালে সুজন সরকার তাদের নিজেস্ব মাছের ঘেরে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের অনিক রায় জানান, মাছের ঘেরে কাজ করতে গিয়ে সুজনকে তিনি মৃত অবস্থায় দেখতে পান। আমার ডাক চিৎকারে দ্রুত আশে-পাশের লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়। এরপর দ্রুত ভ্যানযোগ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুজনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে