যশোরের অভয়নগরে কবুতর চোর ধরায় প্রতিপক্ষরা আমিন উদ্দিন মোড়ল (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। আমিন উদ্দিন মোড়ল উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছেলে। তিনি অবসর জীবনযাপন করতেন ও কবুতর পুষতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে প্রবেশ করে। এসময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে তার চাচা মিজানুর মোড়ল ও তার স্ত্রী মৌসুমী বেগম দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় আমরা রক্ষা পেলেও আমার বৃদ্ধ বাবাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বেধড়ক মারপিট এবং বুকে ও পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম বলেন, আমিন উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশকে খবর দেয়া হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমাদুল করিম বলেন, সুরতহাল রিপোর্ট করে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে বর্তমানে হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে