অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৬৫টি চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এসব অবৈধ চুল্লি ভেঙে ফেলেন। পরিবেশ অধিদপ্তরের খুলনার বিভাগীয় উপপরিচালক মাশরূবা ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির এসব অবৈধ কারখানায় তারা অভিযান চালান। এসময় অভিযানে ধরা পড়ে ৬৫টি অবৈধ চুল্লি।
এলাকাবাসী জানায়, স্থানীয় কতিপয় অসাধু ব্যবসায়ীর গড়ে তুলেছে এসব কাঠ পুড়ানো চুল্লি। এসব চুল্লিতে দিনরাত কাঠ পুড়ানোর কারণে এলাকায় কালো ধোঁয়ার সৃষ্টি হয় ও জমিতে ফসল ফলছে না। কালো ছাইয়ের আবরণে ঢেকে থাকছে মাঠের পর মাঠ। এসব অবৈধ চুল্লির কারণে গ্রামের মাঠে ফসল উৎপাদন হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে এদিন তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ভৈরব নদ তীরবর্তী ধুলগ্রামে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধ চুল্লি কারখানার মালিকেরা পালিয়ে যায়।
পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, সাব ইন্সপেক্টর আকরাম হোসেন, নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম প্রমুখ।