সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রোববার (১২ জানুয়ারি) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ আজিজুল ইসলাম (৫০) ও যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (১৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পারাপার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ