অবশেষে বদলি হলেন আড়ংঘাটা থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এ এস এম বজলুর রহমান রাষ্ট্রপতির পক্ষে তার বদলির আদেশের প্রজ্ঞাপন কপিতে স্বাক্ষর করেন। যার স্বারক নং ৪৯.০০.০০০০.০৫০.১৯.০০৬.২০-১২৯ তাং ২৩ এপ্রিল ২০২৪। কাজী বরকতুল ইসলামকে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বদলীর সংবাদে দীর্ঘদিন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত প্রতিষ্ঠানের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। অধ্যক্ষ বিরোধী এ সকল প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে একে অপরকে মিষ্টি খাওয়ান এবং আনন্দ উল্লাস করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৫ মাস ধরে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, প্রশিক্ষণার্থীদের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মচারীদের মারধর, সরকারি মালামাল নষ্ট, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাৎ, অধীনস্থ কর্মচারীদের ভয়-ভীতি, হুমকি প্রদর্শন, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানি ভাতা প্রদান না করাসহ নানাবিধ অভিযোগে তার অপসারণ দাবি করে আসছিলো।
খুলনা গেজেট/এনএম