সাতক্ষীরার তালা এলজিইডি’র হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানের অবশেষে বদলির আদেশ হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বধায়ক প্রকৌশলী এস, এম, আকবর হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বাগেরহাটের কচুয়া উপজেলায় বদলি করা হয়।
এদিকে নানান অভিযোগের কারণে মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ হাতে পেয়ে এক অফিস আদেশ মারফত তাকে ছাড়পত্র প্রদান করেছে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, সম্প্রতি তিনি চরমভাবে বিতর্কিত হয়েছেন। সে কারণে তার বদলির আদেশ হাতে পাওয়া মাত্রই তাকে পৃথক একটি আফিস আদেশ মারফত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এলজিইডি’র হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।