খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

অবশেষে উঁচু হচ্ছে খুলনা আধুনিক রেলস্টেশনের প্লাটফর্ম (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

উদ্বোধনের তিন বছর পর অবশেষে শুরু হয়েছে খুলনা আধুনিক রেল স্টেশনের প্লাটফর্ম উঁচুকরনের কাজ। বর্তমান উচ্চতা থেকে প্রায় তিন ফুট উঁচু করা হচ্ছে প্লাটফর্ম। ইতোমধ্যে ছয়টি প্লাটফর্মের মধ্যে চারটির ৫০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরে উঁচুকরনের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্লাটফর্ম উঁচু হলে শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, রোগীদের জন্য উঠতে সুবিধা হবে। পাশাপাশি মালামাল উঠানো-নামানো সহজ হবে। এতে দুর্ভোগ কমবে যাত্রীদের। এমনটাই বলছেন রেলওয়ে কর্মকর্তা ও নাগরিক নেতারা।

এদিকে খুলনাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষিত আধুনিক রেলস্টেশন নির্মাণ শেষ হয় ২০১৮ সালে। নির্মাণের পর জটিলতা থেকে যায় প্লাটফর্মের উচ্চতা নিয়ে। প্লাটফর্ম নিচু হওয়ায় দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। স্টেশনের প্লাটফর্ম উঁচুকরনের দাবিতে কর্মসূচি পালন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংগঠন। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে প্লাটফর্ম উঁচুকরনের জন্য কাজ শুরু হয়েছে।

সরেজমিন ঘুরে ও রেলওয়ের প্রকৌশলীর সাথে কথা বলে জানা যায়, খুলনা রেল স্টেশনের ৬টি প্লাটফর্ম ২ ফিট ১১ ইঞ্চি উঁচু করা হবে। এর মধ্যে চারটি ৫০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। এই চারটি প্লাটফর্মে ঢালাই ও ফিনিসিংয়ের কাজ বাকী রয়েছে। তবে এখনো ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের কাজ শুরু হয়নি।

বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক বলেন, আগে প্লাটফর্ম বিধিমোতাবেক তৈরি করা হয়েছিল। বগিগুলোর কোচ এক এক দেশের হওয়ায় উঁচু-নিচু ছিল। প্লাটফর্মের বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে কমিটি করা হয়। কমিটি প্লাটফর্মগুলো উঁচু করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী স্টেশন উঁচু করার উদ্যোগ নেওয়া হয়। ঝিকরগাছায় করা হয়েছে, এখন যশোর, চুয়াডাঙ্গায় করা হবে।

তিনি বলেন, আধুনিক রেলস্টেশনের প্লাটফর্ম উঁচুকরণ কাজের এগ্রিমেন্ট হয় চলতি বছরের ২৬ এপ্রিল। বর্তমানে কাজ চলমান রয়েছে। প্লাটফর্ম উঁচু হবে ২ ফুট ১১ ইঞ্চি । যা ট্রেনের বগির পাটাতনের সমান হবে। ১ ও ২নং প্লাটফর্ম উঁচুকরণে গত ২৭ এপ্রিল টেন্ডার পেয়েছে মেসার্স অনিক এন্টারপ্রাইজ। এ দু’টি প্লাটফর্মের সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। বর্তমান কাজ চলমান রয়েছে। এছাড়া ৫ ও ৬ নং প্লাটফর্মের টেন্ডার পেয়েছে এমজেড কনস্ট্রাকশন। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। আর ৩ ও ৪ নং প্লাটফর্মের টেন্ডার হলেও নোটিফিকেশন অফ এ্যাওয়ার্ড (নোয়া) ইস্যু হয়নি। এখন ১, ২ ৫ ও ৬ নম্বর প্লাটফর্মে ঢালাই ও ফিনিসিংয়ের কাজ বাকী রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্লাটফর্মের উঁচুকরণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী।

রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আধুনিক রেলস্টেশন নির্মাণ কাজ ২০১৫ সালের এপ্রিলে শুরু হয়। পরে কয়েক দফায় সময় বাড়ানোর ফলে ব্যয়ও বেড়ে যায়। কাজ শুরুর দিকে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫৫ কোটি ৯৯ লাখ টাকা। কিন্তু পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়ায় ৬১ কোটি ২৭ লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং প্রকল্পে নতুন পানির ওভারহেড ট্যাংকি যুক্ত হওয়ায় অতিরিক্ত ৫ কোটি ২৮ লাখ টাকা যুক্ত হয়। এর মধ্যে নকশায় ত্র“টির কারণে নির্মাণাধীন ২ নম্বর প্লাটফর্মের ছাদে ফাটল দেখা দেয়। পরে নকশাকারী পরামর্শক প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে বুয়েটের প্রকৌশলীদের পরামর্শে প্লাটফর্মের ছাদের দুই দিকে নতুন করে বিম নির্মাণ করা হয়। পরিবর্তন আনা হয় নকশায়ও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরের সময় ২০১৮ সালের ৩ মার্চ স্টেশনটি উদ্বোধন করেছিলেন। ওই বছরের ২৫ নভেম্বর সকাল ৮টায় ৪১ মিনিটে স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক মানের খুলনা রেল স্টেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রেলস্টেশনটিতে তিনতলা স্টেশন ভবন, ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের তিনটি প্লাটফর্ম, ৭৮৪ বর্গমিটারের একটি লিংক করিডোর, সীমানা প্রাচীর, সুবিশাল গাড়ি পার্কিং ও ফুটপাত রয়েছে। এটির প্রথম তলায় স্টেশন ভবনে থাকছে ছয়টি টিকিট কাউন্টার, ওয়েটিং রুম ও সহকারী স্টেশন মাস্টারের রুম। দ্বিতীয় তলায় স্টেশন মাস্টারের রুম, রেস্টুরেন্ট, ব্যাংক, নারী-পুরুষের জন্য আলাদা ওয়েটিং রুম, ফাস্টফুড এবং রেল কর্মকর্তাদের জন্য আলাদা কক্ষ। তৃতীয় তলায় রেলওয়ের প্রকৌশলীদের অফিস কক্ষ। একসঙ্গে ছয়টি ট্রেন স্টেশনে চলাচল করতে পারবে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ব্রিটিশ আমলে নির্মিত খুলনার পুরনো রেলস্টেশনে ট্রেনে যাত্রী ওঠা-নামাসহ নানা ধরনের ভোগান্তি ছিল। খুলনাবাসী প্রতিক্ষিত আধুনিক রেল স্টেশন পেলেও প্লাটফর্ম নিচু থাকায় দুর্ভোগ থেকেই যায়। পরবর্তীতে কর্মকর্তাদের বারবার বলেছিলাম, ট্রেনের বগি ও প্লাটফর্ম যাতে সমান থাকে। এ বিষয়ে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামও করেছি। অবশেষে তারা প্লাটফর্ম উঁচুকরণের কাজ শুরু করেছে। প্লাটফর্ম সমান হলে শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, রোগীদের জন্য উঠতে সুবিধা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!