পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রী (১৬) কে ৭দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে তার ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহাদৎ মোল্লা জানিয়েছেন, এর আগে রবিবার (১৪ নভেম্বর) অপহরণে সহায়তার অভিযোগে যশোর বাঘারপাড়া থেকে অপহণকারী সুব্রত দেবনাথ (২২) এর পিতা মাতাকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মটবাটী এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার ও একই সময়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার (৫ নভেম্বর) পাইকগাছা পৌর এলাকা থেকে দশম শ্রেনীর ঐ স্কুল ছাত্রী অপহৃত হলে মঙ্গলবার (৯ নভেম্বর) ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি মামলা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তির সহায়তায় অপহরণের ৭ দিনের মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত ছাত্রীর ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) ১৬৪ ধারায় জবাবন্দির জন্য পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
খুলনা গেজেট/ এস আই