খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছে হাইকোর্ট
  জুলাই-আগস্টে হত্যা : সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত
  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

অনুকরণীয় রাজনীতিক ছিলেন বিএনপি নেতা মোর্শেদ আলম : মঞ্জু

গেজেট ডেস্ক

রাজনীতি ত্যাগের-ভোগের নয়, আক্ষেপের নয়-সংগ্রামের, রাজপথের রাজনীতিই যার উপজীব্য সেরকম একজন অনুকরণীয় রাজনীতিক ছিলেন বিএনপি নেতা এস এম মোর্শেদ আলম। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদী রাজনীতিই ছিল তাঁর ধ্যান-জ্ঞানে। মোর্শেদ আলম ছিলেন একটি বিস্তীর্ণ জনপদের অসংখ্য নেতাকর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাহসের ঠিকানা ছিলেন মোর্শেদ আলম। একজন সর্বত্যাগী মানুষ মোর্শেদ আলমের শূন্যতা আজও পূরণ হয়নি।

বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতা খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম এস এম মোরশেদ আলমের ১২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে তাঁর আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন মোর্শেদ আলম। জনসেবার বিশেষ ভুমিকা পালনকারী ও মাঠ কর্মিদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। তিনি খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানার বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম-উর রহমান লালু, আনোয়ার হোসেন, , নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, কাজী মাহবুবুল হক, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, তৌহিদুল ইসলাম খোকন, আনিসুর রহমান আরজু, আশরাফ হোসেন, আব্দুল হাকিম, হেদায়েত হোসেন হেদু, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, নাহিদ মোড়ল, আলমগীর হোসেন আলম, মোহাম্মাদ আলী, মনিরুজ্জামান মনির, গোলাম নবী ডালু, তরিকুল আলম তুষার, লিটু পাটোয়ারী, সুলতান মাহমুদ সুমন, সেলিম বড় মিয়া, মাসুদ রেজা, শামীম খান, মোস্তফা জামান মিন্টু, এ আর রহমান, পারভেজ মোড়ল, হুমায়ুন কবির, মাহিম আহমেদ রুবেল, কামরুল বিশ্বাস, আসমত হোসেন, কবির বিশ্বাস, সালাউদ্দিন সান্নু, ওহাব শরীফ, বায়েজিদ শেখ, আসাদ সানা, নুর আলম, খান আবু দাউদ, আব্দুল খালেক গাজী, ঈশা শেখ, আব্দুল আজিজ ডাবলু, শামীম রেজা, মারুফুর রহমান, রেজাউল করিম, আশিকুর রহমান, আবু হোসেন, রুহুল আমিন রাসেল, সজল আকন, মাসুদ পারভেজ, আবুল বাসার, জীবন মীর, মো. মুন্না, খান ফয়সাল, এস এম মাহমুদ, রাজু হাওলাদার, আতিকুর ইসলাম প্রমুখ।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ের সামনে জামায়েত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা এবং সভা শেষে র‌্যালীতে অংশগ্রহণে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!