খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পাইকগাছায় ওএমএস ডিলারকে অর্থদন্ড

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এক ওএমএস ডিলারকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওএমএস ডিলার শেখ রায়হান পারভেজকে ২৭ হাজার ৪ শ’ ৮০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসিবুর রহমান।

এর আগে অভিযোগের প্রেক্ষিতে আনসার ও ভিডিপি প্রশিক্ষক এবং ট্যাগ অফিসার মোঃ আলতাফ হোসেন সরেজমিনে গিয়ে ওএমএস পণ্য বিক্রয়ে অসামঞ্জস্য দেখে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে অবহিত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা জানতে পেরে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমানকে পত্র প্রেরণ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা ২০১৫ এর অঙ্গীকারনামার ১০ নং শর্ত ভঙ্গের অভিযোগে ওএমএস ডিলার শেখ রায়হান পারভেজকে রোববার সকালে ২৭ হাজার ৪৮০ টাকার অর্থদন্ড প্রদান করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!