বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ গুরুতর অসুস্থ।
তাঁর হার্ট ও কিডনির কোনটাই ঠিকমতো কাজ করছে না। তিনি খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা বলেছেন দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। অধ্যক্ষ আলী আহমেদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার।
এদিকে দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের আশু সুস্থতায় আল্লাহর রহমত কামনা করেছেন খুলনা গেজেট সম্পাদক মোঃ মাহমুদ আহসান।
খুলনা গেজেট/এমএইচবি