বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মহানগরীর স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন ।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, নগর সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গির হোসেন মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিরা। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ (৭৭) মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/এমএইচবি